রাসুল ( (ﷺএর কাছে প্রথমবার ওহী আসার পর রাসুল ( (ﷺযখন খুব ভয় পেয়ে গেলেন, নানা রকম দুশ্চিন্তা তার মনে ঘুরপাক খেতে লাগলো, খাদিজা (রা) তখন রাসুল (ﷺ) কে তাঁর কিছু গুণের কথা উল্লেখ করে সান্তনা দিয়েছিলেন। তাঁকে বলেছিলেন, এ সমস্ত গুণের অধিকারী আপনি, আপনাকে আল্লাহ কখনও অপমানিত করবেন না।
হাদিস বিশারদগন বলেন, যদি কোন ব্যক্তি খাদিজা (রা) এর সেই সান্তনাবাণীতে উল্লেখিত গুণগুলো অর্জন করতে পারে, আল্লাহ তাআলা আজও তাকে অসম্মানিত হওয়ার হাত থেকে রক্ষা করবেন, যেরকম রাসুল (ﷺ) কে তিনি সেদিন হিফাযত করেছিলেন।
খাদিজা রা এর বক্তব্য ছিল অনেকটা এরকম-
– আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন,
– দুর্বলদের বোঝা বহন করেন,
– মেহমানদারী করেন,
– নিঃস্বদের সহায়তা করেন,
– সত্যিকার বিপদগ্রস্তদের সাহায্য করেন।
আল্লাহর কসম! আল্লাহ আপনাকে কখনো অসম্মানিত করবেন না।- (সহিহ বুখারী)