বক্ষ বিদারণের ঘটনা নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জীবনে চারবার ঘটেছিল। প্রথমবার শৈশবকালে যখন তিনি হালিমা সাদিয়ার তত্ত্বাবধানে ছিলেন। ঐ সময় তার বয়স ছিল চার বছর। একদিন তিনি জঙ্গলে ছিলেন। এমন সময় দুজন ফিরিশতা হযরত জিবরাইল আ. ও হযরত মিকাইল আ. সাদা পোশাকধারী মানুষের বেশে বরফে ভর্তি একটি স্বর্ণের তশতরিনিয়ে আগমন করেন এবং তাঁর পেট চিরে পবিত্র কলব বের করেন। এরপর তা ফাড়েন এবং ভেতর থেকে এক অথবা দুটা জমাট রক্ত বের করেন এবং বলেন, এটা শয়তানের অংশ। এরপর পেট ও কলবকে ঐ তশতরির বরফে ধৌত করেন। অতঃপর যথাস্থানে রেখে সেলাই করে দেন এবং এই দুয়ের মধ্যখানে একটি মোহর অঙ্কিত করে দেন।
দ্বিতীয়বার বক্ষ বিদারণের ঘটনা নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দশ বছর বয়সে ঘটেছিল।
তৃতীয়বার নবুয়ত প্রাপ্তির প্রাক্কালে ঘটেছিল।
চতুর্থবার মেরাজের সময় সংঘঠিত হয়েছিল।