নবী হওয়ার পর যে সকল অলৌকিক ঘটনা প্রকাশ পায় তাকে মুজিযা বলা হয়। আর যে সব অলৌকিক ঘটনা নবী জন্মের প্রাক্কালে ঘটে হাদীস বিশারদদের ও ঐতিহাসিকদের পরিভাষায় এগুলোকে ইরহাস বলে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বেও বেশ অলৌকিক ঘটনা প্রকাশ পেয়েছিল। সংক্ষেপে দু’-একটা ঘটনা উল্লেখ করা হলো,
নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শ্রদ্ধেয় মাতা সায়্যিদা আমেনা বর্ণনা করেন, যখন আমার সন্তান মাতৃগর্ভে স্থিতি লাভ করেন, তখন আমাকে স্বপ্নে সুসংবাদ দেয়া হয় যে, এই শিশু যে তোমার গর্ভে রয়েছে, সে এই উম্মতের নেতা হবে। জন্ম নেয়ার পর তুমি এ দুআ করবে ‘আমি তাকে এক আল্লাহর আশ্রয়ে সমর্পন করলাম। তাঁর নাম রাখবে মুহাম্মদ। (সীরাতে ইবনে হিশাম)
মা আরো বলেন, সন্তান আমার গর্ভে আসার পর একবার একটি উজ্জ্বল আলো দেখতে পেলাম। সে আলোতে সিরিয়ার বসরা নগরীর বড় বড় প্রাসাদ আমার সামনে পরিষ্কার হয়ে ফুটে উঠলো। এছাড়াও পারস্য সম্রাট ভয়াবহ স্বপ্ন দেখেন, যার ভেতর তার রাজত্ব ধ্বংস এবং মুসলিম বিজয়ের ভবিষ্যদ্বাণী ছিল।
পারশ্যে একটি ভূমিকম্প হয়, ফলে শাহী প্রসাদের চূড়া ধ্বসে পড়ে। রাজধানীতে শতাব্দিকাল হতে প্রজ্জ্বলিত অগ্নিকুন্ড নির্বাপিত হয়ে যায়। এসবই ঘটেছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনের পূর্বাভাস।