নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিতৃৃ নসবনামা:
নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নসবনামা তিনভাগে বিভক্ত। একটি অংশের বিশুদ্ধতার উপর সকল ঐতিহাসিক আর সীরাত লেখকগণ সর্বসম্মত। আর সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে আদনান পর্যন্ত।
দ্বিতীয় অংশের ব্যাপারে ঐতিহাসিক ও সীরাত লেখকদের মাঝে অনেক মতানৈক্য রয়েছে। আর সেটা হলো আদনান থেকে শুরু করে হযরত ইবরাহীম আ. পর্যন্ত। তবে এ ব্যাপারে সকলেই একমত যে আদনান হলো বংশ পরম্পরায় হযরত ইসমাঈল আ.-এর সন্তান।
তৃতীয় অংশ হযরত ইবরাহীম আ. থেকে হযরত আদম আ. পর্যন্ত। এ ব্যাপারে আহলে কিতাবের অনেক মতভেদ রয়েছে। তবে মন্তব্য না করাই উত্তম।
নিম্নে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নসবের প্রথম অংশটি উল্লেখ করছি। মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব (তার নাম শায়বা) বিন হাশেম বিন (তার নাম মুগিরা) কুসাই (তার নাম যায়দ) বিন কিলাব বিন মুররাহ বিন কা’ব বিন লুওয়াই বিন গালিব বিন ফিহর বিন মালিক বিন নযর (তার নাম কায়স) বিন কিনানা বিন খুযাইমা বিন মুদরিকা (তার নাম আমের) বিন ইলইয়াস বিন মুযার বিন নিযার বিন মাআদ বিন আদনান। (আর রাহিকুল মাখতুম ৮৬)
নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাতৃ নসবনামা: নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মায়ের দিকের নসবনামা হলো নিরূপ: মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন আমেনা বিনতে ওহাব বিন আবদে মানাফ বিন যুহরা বিন কিলাব বিন মুররা। কিলাব পর্যন্ত পৌঁছে পিতা ও মাতা উভয়ের বংশ তালিকা একত্রিত হয়ে যায়। কিলাব বিন মুররাহ এর এক ছেলে যুহরা, অপর ছেলে কুসাই। কুসাই থেকে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পিতৃনসব এবং যুহরা থেকে নবীজীর মায়ের নসব চালু হয়।
উভয় বংশ তালিকা নিম্নরূপ
আবদুল্লাহ (পিতা)
আবদুল মুত্তালিব (দাদা)
হাশেম (পরদাদা)
কুসাই
সায়্যিদা আমেনা (মাতা)
ওহাব (নানা)
আবদে মানাফ (পরনানা)
যুহরা
কিলাব
উভয়ের বংশ ঊর্ধ্বতন চতুর্থ পুরুষ- ‘কিলাব’-এ এসে মিলে যায়।