নবীজীর পাগড়ী মোবারক

মায়ের গর্ভে থাকতেই শিশুটির বাবা পরপারে পাড়ি জমিয়েছেন। এতিম অবস্থাতেই শিশুটির পৃথিবীতে আগমন ঘটল। বৃদ্ধ দাদা এতিম শিশুটির বাবার ভূমিকায় অবতীর্ণ হলেন। আহা, দাদাও মারা গেলেন। গরীব চাচা শিশুটিকে বুকে তুলে নিলেন। আহা, চরম দুর্দিনে চাচাও পরপারে পাড়ি জমালেন।

আমাদের পেয়ারা নবীজি।

প্রাণের নবী।

মায়ার নবী।

জানের নবী।

হাবীবী ইয়া রাসূলাল্লাহ!

সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

About the author