হুযুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবর, সহনশীলতা ও ক্ষমার গুণাবলি নবুওয়াতের মহােত্তম গুণাবলির অন্যতম।
হাদীছে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনাে ব্যক্তিগত ব্যাপারে কিংবা ধনৈশ্বর্যের খাতিরে কারও কাছ থেকে প্রতিশােধ নেননি; কিন্তু এমন ব্যক্তির কাছ থেকে প্রতিশােধ নিয়েছেন, যে আল্লাহর হালাল করা বস্তুকে হারাম সাব্যস্ত করেছে; আর এ ধরনের লােকের কাছ থেকে আল্লাহর ওয়াস্তেই প্রতিশােধ নিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বাধিক কঠিন সবর ছিল ওহুদ যুদ্ধে, যেখানে কাফেররা তাঁর সাথে যুদ্ধ ও মােকাবেলা করে এবং গুরুতর কষ্ট দেয়; কিন্তু তিনি কেবল সবর ও ক্ষমা করেই ক্ষান্ত হননি, বরং তাদের প্রতি স্নেহ ও অনুকম্পা প্রদর্শন করে তাদের এ অন্যায় ও মূর্খতাপ্রসূত কাজকে ক্ষমার্হ সাব্যস্ত করে বলেছেন-
اللهم اهد قومي فإنهم لا يعلمون.
হে আল্লাহ, আমার সম্প্রদায়কে সৎপথ প্রদর্শন করুন। কেননা, ওরা অজ্ঞ।
এক রেওয়ায়েতে আছে, হে আল্লাহ, ওদেরকে ক্ষমা করুন।
কিন্তু ব্যাপারটি সাহাবায়ে কেরামের কাছে অসহনীয় ঠেকে। তারা বললেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি ওদের জন্য বদদোয়া করুন, যাতে ওরা নির্মূল হয়ে যায়। তিনি জবাব দিলেন, আমি অভিসম্পাত করার জন্য প্রেরিত হইনি, বরং আমি সত্যের দাওয়াত ও বিশ্বজাহানের জন্যে রহমতরূপে প্রেরিত হয়েছি।-শিফা; মাদারিজুন নবুওয়াত