তার পােশাক ছিল খুব সাধারণ। মক্কার এতিম সর্বহারার জীবনে তিনি যে ধরনের পােশাক পরতেন, মদীনায় এসে রাষ্ট্রপ্রধান হিসেবে বরিত হওয়ার পরও সেই পােশাকে কোনাে প্রকার পরিবর্তন লক্ষিত হয়নি। সবসময় লুঙ্গি, চাদর জড়িয়ে রাখতেন। জীবনে কখনাে পায়জামা পরেননি, তবে অন্যেরা পরলে তা পছন্দ করতেন। তাঁর শেষ জীবনে অনেক সময় উপহার হিসেবে অনেক মূল্যবান পােশাক আসত। এগুলাে দু’একবার গায়ে দিয়ে অন্য কাউকে দিয়ে দিতেন। সাধারণত মােজা ব্যবহার করতেন না। তবে হাবশার অধিপতি নাজাশী কর্তৃক উপহার হিসেবে দেওয়া চামড়ার তৈরি এক জোড়া কালাে মােজা মাঝে মাঝে তাকে পরতে দেখা গেছে। মাথার সাথে লেগে থাকা চ্যাপ্টা টুপি ব্যবহার করতেন তিনি। অধিকাংশ সময় টুপির ওপর পাগড়ি বাঁধতেন। ইয়ামানের তৈরি হালকা পাড়যুক্ত চাদর বেশি পছন্দ করতেন। ধূসর, সবুজ এবং সাদা রঙের পােশাক বেশি পছন্দনীয় ছিল। লাল রঙ মােটেও পছন্দ করতেন না।
About the author
আরও পড়ুন
July 15, 2020
রাসূল (সা.) এর পুণ্যবান স্ত্রীগণ
July 15, 2020
আমুল হুযন বা শোকের বছর
July 15, 2020