হুযুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশবু

হযরত আনাস রাযিয়াল্লাহু আনহু বলেন, আমি কোনাে আম্বর, মেশক ও সুগন্ধিযুক্ত বস্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুবাস থেকে অধিক সুবাসযুক্ত কখনাে দেখিনি। তিনি কারও সাথে মুসাফাহা (করমর্দন) করলে সেই ব্যক্তি সারাদিন মুসাফাহার সুবাস অনুভব করত। তিনি কোনাে শিশুর মাথায় মেহবশত হাত রাখলে সেই শিশুকে অন্য শিশুদের মধ্যে সুগন্ধির মাধ্যমে চেনা যেত।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনাে পথ দিয়ে গমন করতেন এবং কেউ তাঁর অন্বেষণে যেত, তখন সে সুগন্ধি দ্বারা বুঝতে পারত, তিনি এ পথ দিয়ে গমন করেছেন। এ সুগন্ধি স্বয়ং তাঁর দেহেই ছিল, বাইরে থেকে ব্যবহার করতে হতাে না।-নাশরুত তীব

About the author