নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাল বেলা!

ফজরের নামাজ শেষে ভোরের স্নিগ্ধ সময়টিতে পুরো মদীনার লোকজন পানিভর্তি পাত্র নিয়ে নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো। তাঁরা তাঁকে অনুরোধ করত,যাতে তিনি পানিতে নিজের বরকতময় হাত ডুবিয়ে দুআ করে দেন আর এর মাধ্যমে যেন তাঁরা বরকত লাভ করতে পারেন।
মাঝে মাঝে যখন তীব্র শীতের সকালে পানির পাত্র হাজির করা হত,তখনো আমার প্রিয় হাবিব সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসিমুখে প্রত্যেক পানির পাত্রেই হাত ডুবিয়ে দিতেন!
দৃশ্যটা কতই না চিত্তাকর্ষক এবং মনোমুগ্ধকর ছিল!
নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর নূরানী হাসিমাখা চাহনি দিয়ে ছোট ছোট বাচ্চাদের হাতের দিকে তাকাতেন।নিষ্পাপ বাচ্চারাও রাসুলে রউফ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তাঁর পবিত্র হাতের স্পর্শের বরকত দ্বারা নিজেদের উপকৃত করতে আসতো!
বাচ্চারা পানিভর্তি পাত্র এগিয়ে দিত আর রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসিমুখে পাত্রে হাত ডুবিয়ে দিতেন।
একটু দূর থেকে বাচ্চাদের বাবা-মা হাসিমুখে এই সৌন্দর্য্যের আবরণে আচ্ছাদিত দৃশ্যটি অবলোকন করতেন।
কত সুখীই না ছিলেন তাঁরা,যাঁদের দিন আরম্ভই হত রাসুলে হারিস সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী হাসিমাখা চেহারা দেখে!
ইয়া রব!
আমাদেরকেও এই জীবদ্দশায় স্বপ্নে আপনার পেয়ারা হাবিবের চেহারা দর্শনের সৌভাগ্য নসীব করুন,সেজন্য প্রয়োজনীয় আমলও করার তাওফিক্ব দিন!
সূত্রঃনবীজির দিনলিপি
লেখক-শাইখ আবদুল ওয়াহহাব ইবনু নাসির আত তুরাইরি
অনুবাদক-মুহাম্মাদ আবদুল্লাহ ও তাহিরা আমাতুল্লাহ
প্রকাশনা-মাকতাবাতুল আসলাফ

About the author