“ইয়া রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! আপনি সুস্থ আছেন, আমার নিকট এখন বাকি সব দুঃসংবাদ তুচ্ছ!”
– উহুদ যুদ্ধ শেষে এক নারী সাহাবিয়্যা রাদিআল্লাহু আনহার নবীজীকে দেখার পরে অভিব্যক্তি।
“আল্লাহর কসম! আমি আমার ঘরে আমার পরিবারের সাথে আনন্দের সাথেই আছি আর রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাঁর ঘরে আছেন, এমতাবস্থায় তাঁর পায়ে সামান্য কাটা বিদ্ধ হবে-এটাও আমি বরদাশত করবো না!”
– যখন আবু সুফিয়ান মুসলিম হোন নি এবং যায়েদ বিন দাসিনা রাদিঃকে শূলবিদ্ধ করার সময় প্রশ্ন করেন যে, “তোমার জায়গায় তোমার নবীকে রাখা হলে কি ভালো হত না (নাউজুবিল্লাহ) ?” এর জবাবে যায়েদ বিন দাসিনা রাদিঃ এর উক্তি।
“চুপ করো! আল্লাহ পাক রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেসালতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, রাজস্ব আদায়কারী হিসেবে নয়!”
– খিলাফাহর রাজস্ব কর্মকর্তাদের রাজস্ব না থাকার অভবযোগ শোনানোর পর উমারে সানী উমার বিন আবদুল আযিয রহীমাহুল্লাহুর উক্তি।
“যে ব্যক্তি রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচারের রায়ের ওপর আস্থা রাখতে পারে না, তাঁর বেঁচে থাকার কোনো অধিকার নেই!”
– ইহুদি ও মুনাফিকের মধ্যকার বিবাদ নিরসনে রাসুলে আরাবির বিচার না মেনে উমার রাদিঃ এর নিকট বিচার নিয়ে যায় মুনাফিক। তখন পুরো ঘটনা শুনে ঘর থেকে তলোয়ার নিয়ে এসে তাঁকে কতল করে দেন উমার। তাঁকে কারণ জিজ্ঞাসা করা হলে তিনি এই উত্তর দেন। রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমার রাদিঃ এর এই কাজের প্রতি সমর্থনজ্ঞাপন করে মুনাফিকদের বিচারের দাবী রহিত করে দেন।
“তুমি যেও না বেলাল! আমি কষ্ট পাবো!”- সিদ্দিকে আকবার আবু বকর রাদিঃ।
“খলিফাতু রাসুলিল্লাহ! রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর মদীনায় অবস্থান করা আমার জন্য অত্যন্ত কষ্টকর হয়ে গিয়েছে, আমি আযান দিতে পারছি না!”
– মুয়াজ্জিনে আউয়াল ফিল ইসলাম বেলাল হাবশী রাদিআল্লাহু আনহু!
“আমি এজন্য কাঁদছি না যে মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়ে গিয়েছে। তাঁর তো একদিন না একদিন যেতেই হত। আমি এজন্য কাঁদছি যে, তাঁর ওফাতের সাথে সাথে ওহীর সাথে আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেল!”
– শোকাতুর উম্মে আইমান রাদিআল্লাহু আনহার ব্যথিত হৃদয়ের বানী।
“আল্লাহর কসম! মদীনার সর্বোত্তম দিন ছিল সেইদিন, যেদিন রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনায় আগমন করেন। সেদিন পুরো মদীনা নূরে ভরে গিয়েছিল!
আর মদীনার সর্বনিকৃষ্ট দিন হল সেদিন, যেদিন রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। সেদিন পুরো শহর অন্ধকারাচ্ছন্ন হয়ে গিয়েছিল!”
– খাদেমুর রাসুল আনাস বিন মালিক রাদিআল্লাহু আনহু!
লিখতে লিখতে সময় পেরিয়ে যাবে, কিন্তু এইসকল উক্তি শেষ হবে না।
রব্বে কারীম কিছুটা হলেও এসকল অমর মুহাব্বতে নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরও নসীব করুন।
সাহাবায়ে কেরাম রা. নবীজী সা. কে জীবনের চেয়ে বেশী ভালোবাসতেন
Photo taken in Medina, Saudi Arabia