উম্মতের প্রতি নবীজি সা. এর গভীর ভালোবাসা

নবীজি (সা) একদিন আয়েশা (রা) এর জন্য দোয়া করলেন, ওগো আল্লাহ আপনি আয়েশার ছোট,বড়,দেখা, অদেখা সব গুনাহ মাফ করে দেন।
শুনে আয়েশা (রা) খুশি হয়ে গেলেন। তিনি বললেন , হে আল্লাহর রাসূল (সা) আপনি আমার জন্য এত সুন্দর দোয়া করলেন।
নবীজি (সা) বলেন, আয়েশা তোমার জন্য তো একবার করেছি আমার উম্মতের জন্য প্রতি নামাজে এই দোয়া করি।
নবীজি (সা) বলেন, আমি আমার উম্মতের জন্য আমার দোয়াটা রেখে দিয়েছি। যদি আমার উম্মম শিরক না করে থাকে তবে জাহান্নাম থেকে বের করার জন্য আল্লাহর কাছে দোয়া করতেই থাকবো, করতেই থাকবো…

About the author