যারা আপনার প্রতি বিদ্বেষ পোষণ করে ওরাই নির্বংশ

ইন্না শানিআকা হুয়াল আবতার

যখন নবী (সাঃ)-এর সকল ছেলে সন্তান ইন্তেকাল করলেন এবং কোন ছেলে-সন্তান জীবিত থাকল না, তখন কিছু কাফের তাঁকে নির্বংশ বলতে লাগল। এই কথার উপরে আল্লাহ তাআলা মহানবী (সাঃ)-কে সান্ত্বনা দিয়ে বললেন, নির্বংশ তুমি নও; বরং তোমার দুশমনরাই নির্বংশ হবে।

About the author