রওজা শরীফের গিলাফ যারা পূর্বে দেখেননি তাদের জন্য
-সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ستاروں سے یہ چاند کہتا ہے ہر دم
تمہیں کیا پتہ ہے وہ ٹکڑوں کا عالم
اشاروں میں آقا کے اتنا مزہ تھا
کے پھر ٹوٹ جانے کو دِل چاہتا ہے
সীতারো সে ইয়ে চান্দ কেহতা হে হার দাম,
তুমহেঁ কেয়া পাতা হায় ও টুকরোঁ কা আলাম ।
ইশারোঁ মেঁ আকা কে ইতনা মাজা থা,
কে ফের টুট জানে কো দিল চাহতা হে।
কবি: আজহার ফারুকী
চাঁদ তারকারাজি কে বলে অবিরাম
ভেঙে টুকরো হওয়ার সেই অবস্থা তুমি কি করে বুঝবে!
নবীর ইশারায় এতই মজা ছিল যে আবারো ভেঙে টুকরো হতে মন চায়।
-সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ছবিতে রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের সামনের গিলাফ,
তিন গোল বৃত্ত বরাবর তিনজনের চেহারা, বাম থেকে- প্রথমে রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেহারা মোবারক।
অতঃপর হযরত আবু বকর সিদ্দীক রাদিয়াল্লাহু তা’আলা। অতঃপর হযরত আমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু।