মসজিদে গামামাহ;
মসজিদের নামকরণ আরবি ‘গামামাহ’ শব্দ। যার অর্থ মেঘমালা।
মদিনা একবার অনাবৃষ্টির কবলে পড়ে। দীর্ঘ সময় ধরে বৃষ্টি হচ্ছিল না। সে সময় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ মসজিদের স্থানে খোলা চত্বরে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করেন। নামাজের পরপরই প্রচুর বৃষ্টিপাত হয়। মসজিদ নির্মাণের পর তাই এ মসজিদকে মসজিদে গামামাহ বলা হয়। এটিকে মসজিদে মুসাল্লাহও বলা হয়।
বর্তমানে মসজিদে গামামাহ মসজিদে নববরি সঙ্গে মিশে গেছে। কারণ মসজিদে নববির ব্যাপক সম্প্রসারণের ফলে এটি মসজিদে নববির দক্ষিণ-পশ্চিম কোণের অন্তর্ভুক্ত হয়েছে।