বয়স্কদের সাথে নবীজি (সা) এর আচরণ

বয়োবৃদ্ধদের বয়স ও দুর্বলতার কথা চিন্তা করে তিনিই তাদের কাছে যেতেন, তার কাছে আসতে তাদের বাধ্য করতেন না।
মক্কা বিজয়ের পরের কথা। মসজিদে হারামে প্রবেশ করলেন রাসুলুল্লাহ (সা)। এরই মধ্যে আবু বকর (রা) তার পিতাকে নবীজির কাছে নিয়ে আসলেন। নবীজি তাকে দেখে বললেন, তুমি তাকে বাড়িতেই রাখলে না কেন? আমিই তার কাছে যেতাম।”
আবু বকর রা.  বললেন, “ হে আল্লাহর রাসুল, আপনি তার কাছে যাওয়ার চেয়ে তিনি আপনার কাছে হেটে আসাই সমীচীন।”
নবীজি (সা) বললেন, তাকে সামনে বসাও।আবু কুহাফাকে বসানা হল। নবীজি (সা) তার বুক মুছে দিলেন। তাকে বললেন, ইসলাম গ্রহন করুন। তিনি ইসলাম কবুল করলেন।

About the author